নাজমুল হোসেন
লক্ষ্মীপুর জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিন্তকরণে লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের করণীয় বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভি দাশের সভাপতিত্ব ও সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলোন, লক্ষ্মীপুর জেলা সহকারি শিক্ষা অফিসার কুদরত এ খুদা আলাওল হাদি, লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, শহিদুল ইসলাম রাসেল।
প্রধান অতিথি জেলা প্রশাসক রাজিব কুমার সরকার তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মেরুদণ্ড বা ভীত হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভীত তৈরি হয়। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran