মো: সোহেল
দৌলতখান উপজেলা প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর প্রতিবাদে ভোলার দৌলতখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক দৌলতখান ও বোরহানউদ্দিন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মোঃ আকবর হোসেন বলেন ৫ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপর বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়।অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরন ও টিসিবির পন্য বিতরন অনিয়মের অভিযোগের তথ্য মহিবুল্লাহ খোকন নামে ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে ছড়ানো হচ্ছে যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন কিছুদিন পূর্বে উপজেলা চরখলিফা ইউনিয়ন ভিজিএফের চাল বিতরনের অনিয়মের খবর পেয়ে সরেজমিনে আসে নৌবাহিনী। পরে তারা গোডাউন চেক ও কাগজপত্র যাচাই করে কোনো অনিয়ম পায়নি।আওয়ামী একটি কুচক্রী মহল বর্তমান সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাজাহান সাজু,উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, ছাত্রদলের আহ্বায়ক সঞ্জীব মৃধা, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাজী রায়হান প্রমুখ।
Discussion about this post