মো : সোহেল খান
দৌলতখান উপজেলা প্রতিনিধি।
ভোলার গ্যাস দিয়ে, অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে দৌলতখানসহ ভোলা জেলায় শিল্পকারখানা আবাসিক ও বানিজ্যিক সংযোগ ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন, এবং ভোলার প্রতিটি সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা সহ রুগী এবং ডোনারের যথার্থ মূল্যায়ন চেয়ে
মানববন্ধন করেন আজ দৌলতখান মধ্য বাজার ব্যবসায়িক সমিতি ।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যম কে বলেন, ‘আমরা ২০২৫ সাল পর্যন্ত ৪৬টি কূপ খননের যে প্রকল্প নিয়েছি, ভোলা নর্থ-২ তারই অংশ। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দুই-এক দিনের মধ্যে সঠিক তথ্য জানতে পারব। জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত করার বিষয়ে কার্যক্রম চলছে।’
বর্তমান সংকটময় পরিস্থিতিতে গ্যাসপ্রাপ্তি খুবই ভালো সংবাদ। যদিও ২০ মিলিয়ন ঘনফুট পরিমাণে খুব বেশি নয়। অনুসন্ধানের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ছোট আকারের আরও ১০ থেকে ২০টি কূপ যদি অনুসন্ধান করা যায়, তাহলে তা সামগ্রিকভাবে ভালো প্রভাব ফেলবে।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ভোলা নর্থ-২ কূপে গ্যাস প্রাপ্তি খুবই ভালো সংবাদ। যদিও ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিমাণে খুব বেশি নয়। অনুসন্ধানের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ছোট আকারের যদি আরও ১০ থেকে ২০টি কূপ অনুসন্ধান করা যায়, তাহলে তা সামগ্রিকভাবে ভালো প্রভাব ফেলবে। আমাদের দেশে গ্যাসের এখনো যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করি। গ্যাসপ্রাপ্তি বাড়লে এলএনজি আমদানির পরিমাণ যেমন কমবে তেমনি জ্বালানি সংকট অনেকাংশেই কেটে যাবে।
Discussion about this post