বিশেষ প্রতিবেদক, জাহাঙ্গীর আলম পলক।
২৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তরুণ আলেম প্রজন্ম-২৪ এর পরিষদ সদস্য এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, লেখক সম্পাদক সৈয়দ শামসুল হুদা প্রমুখ।
সংগঠনের পরিষদ সদস্য হুজাইফা ইবনে ওমর ও সানাউল্লাহ খান এর যৌথ সঞ্চালনায় এবং অপর সদস্য এখলাছুর রহমান রিয়াদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা চলতি বছরের জুলাই-আগষ্টে সংগঠিত ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অবদান এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।
আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম-২৪ এর আত্মপ্রকাশের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য আশরাফ মাহদী।
এছাড়াও আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলেম-শিক্ষার্থীদের একটি প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়। তালিকাটি তুলে ধরেন সংগঠনের আরেক পরিষদ সদস্য এডভোকেট বিলাল আহমদ চৌধুরী।
শহীদের তালিকা প্রকাশ কালে বিলাল আহমদ চৌধুরী বলেন, এটি আমাদের শহীদদের প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশিত হলো। প্রকাশিত তালিকায় কারো কাছে কোনো অসঙ্গতি দৃষ্টি গোচর হলে তা প্রদত্ত নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।
তিনি বলেন পরবর্তীতে প্রাপ্ত তথ্যমতে সংযোজন-বিয়োজন শেষে আরেকটি স্বতন্ত্র প্রোগ্রামের মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতে আহত নিহত ও দেশ বাসীর জন্য পরম দয়ালু আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।
Discussion about this post