নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাবের পূর্বের কমিটি উপদেষ্টা ও সদস্য নেতৃবৃন্দদের সাথে আলোচনা শেষে। ১১ মাস পর বিলুপ্ত ঘোষণা করে নতুন ভাবে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫/৯/২৪/ খিলক্ষেত একটি অভিজাত হোটেলে বিরানি হাউজে হাবিব সরকার স্বাধীন'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছেন হাবিব সরকার স্বাধীন' (সাপ্তাহিক অপরাধ বিচিত্রা )যুগ্ম-আহ্বায়ক মো.রিপন হাওলাদার(দৈনিক সরেজমিন বার্তা)যুগ্ম-আহ্বায়ক মোঃ আবু মুসা হিমেল।মোঃ কামরুল ইসলাম (দৈনিক আলো প্রতিদিন) যুগ্ম-আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম (দৈনিক) যায়যায়দিন)সদস্য সচিব মো.ওমর ফারুক (দৈনিক বর্তমান কথা)সম্মানিত সদস্যরা হলেন রবিন আহমেদ(জাতীয় অর্থনীতি) এস এম আবুল কালাম আজাদ (দি ডেইলি গ্লোবাল নেশন) মোঃ শামীম আহমেদ (মর্নিং টাইমস)আবুল কালাম (সাপ্তাহিক তদন্ত চিত্র) মোঃ সোহেল হাওলাদার (দৈনিক পূণরুত্থান)শ্রী অনিক দাশ(অপরাধ বিচিত্রা) মহসিন আহমেদ ,বিন ইয়ামিন (দৈনিক পূণরুত্থান) মোঃ আরিয়ান সূমন(অপরাধ দমন)বিপ্লব (এশিয়ান টিভি) সাইফুল (নাগরিক টিভি সাইদুর রহমান এ্যানি (ঢাকার ক্রাইম ২৪) ফরহাদ (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ)আব্দুর রাজ্জাক (ক্রাইম নিউজ)নুরু আহমেদ (নিউজ ২৪) গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের মনোনীত চুড়ান্ত কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran