আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার
চলতি বছরে আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩৪৬ জন।
শনিবার (৩১ আগস্ট) ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৪১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৭৮০ জন আর দেশের অন্য বিভাগে বাকি ৫৫৩ জন ভর্তি আছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran