নুর ইসলাম (নিরব)
স্টাফ রিপোর্টার (ক্রাইম)
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানার দড়িগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুল্লাহ। নিহতের পরনে ছিল কালো জিনসের প্যান্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। ধারণা করা হচ্ছে অন্তত দুই–তিন দিন আগে মারা গেছেন এই যুবক।
হাবিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা শীতলক্ষ্যা নদীতে গোসল করার সময় অজ্ঞাত লাশ ভাসতে দেখে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে নৌ পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। লাশটি অর্ধগলিত হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে নাকি পানিতে ডুবে মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran