আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার
রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখা থেকে বলা হয়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির অষ্টম তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পৌনে এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার পর অষ্টম তলায় আটকে পড়ে তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারন এখনো সঠিক ভাবে জানা যায়নি।
এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran