তিন দফা দাবিতে আন্দোলনে চিকিৎসকরা
নূর ইসলাম (নিরব)
স্টাফ রিপোর্টার (ক্রাইম)
তিন দফা দাবিতে ‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
বুধবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন।
এ সময় চিকিৎসকরা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করার প্রতিবাদ জানান।
তিন দফা দাবিগুলো হলো-
১. ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা,
২. মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত,
৩. মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।
Discussion about this post