রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
কর্মবিরতি শেষ করে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন থানার পুলিশ।
১১ আগষ্ট (রবিবার) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরেছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি দলকে রবিবার গভীর রাত পযর্ন্ত ঢাকা -সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় টহলরত অবস্থায় দেখা যায়। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। মহাসড়কে দুর্ঘটনা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
উল্লেখ্যযে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে পুলিশের উপর ব্যাপক সংহিসতা চালানো হয়। এতে অন্তত ৪২ জন পুলিশ সদস্য প্রাণ হারান। দেশের অধিকাংশ থানায় চলে ধ্বংসযজ্ঞ। যার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ সদস্যগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতি ঘোষনা করেন।
রবিবার (১১ আগষ্ট), অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সব দাবি মেনে নেয়া হবে বলে আশ্বাস দেন। তাদেরকে কাজে ফেরার আহ্বান জানালে পুলিশ সদস্যগণ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন।
Discussion about this post