দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি।
আগামীকাল বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও চার-পাঁচজন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে শপথ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বলেন, ‘শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে… তবে প্রস্তাবিত উপদেষ্টাদের নামসহ বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তিন দফায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ নেন।
শেখ হাসিনা পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। পরে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।
Discussion about this post