রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীকুন্ড নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে পদ্মা নদীতে অবৈধ বেড় জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীকুন্ড নৌ পুলিশ ফাঁড়ির এস আই জামাল মিয়া। অভিযানে আটকৃত ৭ জেলে হলেনঃ মিনারুল ইসলাম, মোঃ মিন্টু রহমান, হেলাল উদ্দিন, মাহাবুল হোসেন, মোঃ আরিফুল, আবু সামা, কাউসার আলী। তারা প্রত্যেকেই কুষ্টিয়া সদর ও মিরপুর থানা এলাকার বাসিন্দা। অভিযানের মাধ্যমে তাদের কাছ থেকে ঘটনাস্থলেই ২০০ মিটার বেড় জাল,১ টি ইঞ্জিন চালিত পুরানো কাঠের নৌকা জব্দ করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারা মোতাবেক আটককৃত জেলেদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলার রুজু করা হয়। লক্ষ্মীপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় এরকম অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post