রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কালজয়ী কন্ঠ শিল্পী সুবীর নন্দীর এই গান যেনো বাস্তবে রুপ নিলো ট্রাফিক পুলিশ কর্মকর্তা পবিত্র কুমার বিশ্বাসের বাস্তব কর্মের ভিত্তিতে। মানুষের কল্যান করা আরেকজন মানুষের কাজ। পুলিশ জনগনের বন্ধু এই কথা আজ প্রমানিত হয়েছে। এই তীব্র গরমের মধ্যে মানুষের বন্ধু পুলিশ একথাই প্রমানিত হলো। ২৯ এপ্রিল (সোমবার) সকাল ৯ টায় ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের অধীনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে একজন রিকশাচালক চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার উপরে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের নেতৃত্বে ট্রাফিক সদস্যগণ তার মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন । যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিক্সাওয়ালাকে খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন। প্রচন্ড গরমের কারণে রিক্সাওয়ালার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বলে জানা যায়। রিক্সা চালক বলেন , “সময়মতো যদি পুলিশ কর্মকর্তাগন আমার যত্ন না নিতেন , তাহলে প্রানে বাঁচা মশকিল ছিলো। তিনি আরো বলেন, আমি মন দিয়ে ট্রাফিক পুলিশ স্যারদের জন্য দোয়া করছি।”ওয়ারী বিভাগের মানবিক , সৎ ও মেধাবী উপ পুলিশ কমিশনার (ট্রাফিক ) আশরাফ ইমামের উদ্দ্যোগে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত ৬ দিন যাবত পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ চলছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ রিক্সা চালক কে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। এ বিষয়ে টি আই পবিত্র বিশ্বাস বলেন, এই গরীব অসহায় রিক্সাওয়ালাকে সেবা করতে পেরে আমি আনন্দিত। সময়মতো সেবা করা না গেলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারতো।
Discussion about this post