রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
রাজধানীর তুরাগ এলাকা থেকে ছিনতাইকৃত একটি প্রাইভেটকার উদ্ধার ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে আবু ছালেক জুয়েল, মোঃ মিজানুর রহমান ও সোহাগ হাওলাদার। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার রাতে ধারাবাহিক অভিযানে পল্লবী ও রূপনগর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।
অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গত ১৯ মে রাতে উবার চালক মোঃ মাঈনুদ্দিন গ্রেফতারকৃতদের ভাড়ার কল পেয়ে মিরপুর-১২ সিরামিকস গেটের সামনে আসেন। গ্রেফতারকৃতরা সেখান থেকে তার গাড়িতে উঠে গাজীপুরের চন্দ্রা যায়। চন্দ্রায় তারা আধা ঘণ্টার মতো অবস্থান করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করে। রাত অনুমান সাড়ে তিনটার দিকে তারা তুরাগ থানার দিয়াবাড়িতে মেট্রোরেলের ২নং স্টেশনে পোঁছায়। তখন গ্রেফতারকৃতরা চালককে পিছন থেকে বাম কাধে চাকু ধরে জোর করে গাড়ি থেকে ফেলে দিয়ে প্রাইভেটকার ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সংক্রান্তে ভিকটিম তুরাগ থানায় মামলা রুজু করেন। মামলাটির তদন্তভার গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের উপর ন্যস্ত হয়। তদন্তকালে প্রযুক্তির সহায়তায় ছিনতাইকৃত প্রাইভেটকার ও মোবাইলসহ ছিনতাই চক্রের তিনজন সদস্যকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের তুরাগ থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran