রাকিব হোসেন মিলন
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের।
সভায় বিগত মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদসংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপপুলিশ কমিশনার (উত্তর)।
বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) নাফিসুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মো. সরওয়ার হোসেন, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran