রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- নাজমুল হাসান ও ফাতেমা বেগম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা-ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি শাহবাগ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে রাত ৯ টায় শাহবাগ মোড়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১৫ কেজি গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
তিনি আরো বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত ফাতেমা বেগমের নামে ডিএমপির দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে।
ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
Discussion about this post