রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
রাজধানীর গুলিস্তানে টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এই আগুন দেয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে ৭টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। হরতাল শুরুর আগেই রাজধানীর গুলিস্তানে বাসে দেয়ার ঘটনা ঘটল।
Discussion about this post