নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরবচ্ছিন্ন যাত্রীসেবা নিশ্চিত করতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত) মিনহাজ উদ্দিনের সই করা এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন শিফটে কর্মরত ও কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করছেন। ফলে বিমানবন্দরে যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দাপ্তরিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এ অবস্থায়, যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বিভিন্ন শিফটে দায়িত্ব পালনরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের আন্তযোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের পরিবর্তে অফিশিয়াল ওয়াকিটকি ব্যবহার করতে বলা হয়েছে।
কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলিকাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি
আদেশে আরও বলা হয়েছে, তবে শিফট ইনচার্জ ও প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (মাইক ১৪) তাঁদের অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অপর দিকে, দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা কেবল অতি জরুরি প্রয়োজনে প্রটোকল অফিসার এবং শিফট ইনচার্জের অফিশিয়াল মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে সম্প্রতি ৫৫ দশমিক ৫১ কেজি সোনা খোয়া যাওয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ঢাকা কাস্টম হাউজ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে একটি মামলাও হয়েছে। মামলার তদন্তভার পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরে দায়িত্ব কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran