স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের প্রান কেন্দ্র ফরক্কাবাদ বাজারে ব্যবসায়ী শাওন টেইলার্স প্রোঃ মোঃ ইউসুফ এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের অতর্কিত হামলা চালান ইয়াবা সেবন কারী নেশাগস্ত আসিফ হোসেন ওরফে( জুয়েল) চৌকিদার সহ ২০ থেকে ২৫ জন সন্রাসী।
শুক্রবার ২৮ এপ্রিল রাত ৮ টার সময় এই সন্রাসী তান্ডব -নিলা চালান আসিফ বাহিনী সহ বহিরাগত সন্রাসীরা। দোকানে হামলা করে প্রোঃ ইউসুফ এর মালামাল নষ্ট এবং কিছু নগদ অর্থ ছিনিয়ে নেন। এবং বিভিন্ন দেশিও অস্ত্র দিয়ে তাকে মেরে জখম করেন। তার পরে তার চিৎকারে পাশের ব্যবসায়ীরা এসে দাওয়া করলে সন্রাসীরা পালিয়ে যায়। এক পর্যায়ে বাজার কমিটির নোমান মিয়াজী সহ ব্যবসায়ী ইউসুফ কে বলেন তুমি শান্ত থাকো আমরা একটা ব্যবস্থা নিবো।
বাজারে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটান সন্রাসী আসিফ হোসেন ওরফে জুয়েল। সেই বরাবর আরো এই ধরনের ঘটনা করেন। এলাকার লোকজন জানান সেই দোকানে হামলা করে বিরাট অন্যায় অপরাধ করেছেন। এলাকার লোকজন আরো বলেন, পারিবারিক সমস্যা নিয়ে বাজারে দোকানে হামলা করার বিষয় আমরা মেনে নিতে পারি না।
এই বিষয়ে একটি সুষ্ঠু বিচার হওয়া দরকার।
হামলা কারী সন্রাসী আসিফ হোসেন ওরফে জুয়েল চৌকিদার এই ভাবে তার তান্ডব চালিয়ে যাচ্ছে।
বাজারের ব্যবসায়ীদের অভিযোগ আমরা এই রকম অতর্কিত হামলা হলে কি ভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালাবো। আমরা সবসময় আতংকিত হয়ে থাকি। আরো অনেক বার এই ভাবে বহিরাগত লোক দিয়ে বাজারে হামলা করা হয়।
এলাকা বাসীর অভিযোগ প্রতিদিন সন্ধ্যা হলে
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছু বহিরাগত ছেলে আড্ডা দিয়ে থাকেন। তাই প্রশাসনের কাছে বাজারের ব্যবসায়ীদের দাবী
একটু নজর দেয়ার জন্য।
হামলার শিকার ব্যবসায়ী ইউসুফ জানান, আমি দোকানে কাজ করছি, পিছনে দিয়ে আমাকে ২০ থেকে ২৫ জন ছেলে দোকানের সামনে আসে তার পর আসিফ হোসেন ওরফে জুয়েল চৌকিদার সহ কয়েকজন এসে আমার কলার ধরে কিল ঘুষি মেরে জখম করে, আমার চিৎকারে আশে পাশের ব্যবসায়ীরা এসে তাদেরক ধাওয়া করলে সন্রাসী বাহিনী পালিয়ে যায়।
হামলাকারী আসিফ হোসেন ওরফে জুয়েল চৌকিদার এর সাথে ফোন করলে তাহার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আহত ব্যবসায়ী ইউসুফ এলাকার গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন।
Discussion about this post