নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিপ্রকল্পের আওতায় পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারনের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
এসময় আরো উপস্থিত বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান প্রমূখ। আলোচনাসভা শেষে কৃষকদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Discussion about this post