রাকিব হোসেন মিলন
সিনিয়র রিপোর্টার
তুরাগ নদী থেকে গতকাল এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির নাম নবী হোসেন (৩২)। তিনি আব্দুল হাকিমের ছেলে। তার মা মৃত আনোয়ারা বেগম।বসিলা নৌ পুলিশ সুত্রে জানা যায় মৃত নবী হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার নগরকুল গ্রামে। মৃত্যুর আগে নবী হোসেন আড়াপাড়া ডিপ মেশিনের মোড়, থানা- সাভার এলাকার মোহাম্মদপুর চৌরাস্তার মোড়ে লেগুনার লাইনম্যান হিসেবে কাজ করছিলেন।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক(নি:) অনিমেশ হালদার এর চৌকশ নেতৃত্বে এস আই মো: মনিরুল ইসলাম মৃত নবী হোসেনের লাশ বসিলা গার্ডেন সিটির পাশে তরাগ নদী থেকে উদ্ধার করেন।
Discussion about this post