আক্তারুল ইসলাম
খুলনা ব্যুরো প্রধান
খুলনার ডুমুরিয়ার চুকনগর কুলবাড়িয়ায় পুকুরের পানিতে তলিয়ে জোবায়ের হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলবাড়িয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কুলবাড়িয়া গ্রামের শাহিন শেখের শিশু পুত্র জোবায়ের হোসেন(৪) বাড়ির পাশে খেলা করছিল। হাটতে হাটতে শিশুটি পাশে থাকা পুকুরের মধ্যে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোজাখুজির অধাঘন্টা পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে মূমুর্ষ অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যায়। নিহত শিশুর কাকা শেখ শামীম হোসেন বলেন,মৃতদেহ বিকেলে কুলবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সমপন্ন করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমেছে।
Discussion about this post