মোঃ আলাউদ্দিন
মধ্যপ্রাচ্য প্রতিনিধি
চলতি মার্চ মাসের প্রথম ১৭দিনে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
রোববার (১৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ হাজার ৭০ কোটি টাকা।
আর চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
প্রবাসী আয় বাড়াতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা ও ফি মওকুফসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকেই ধীরে ধীরে প্রবাসী আয়ে গতি ফিরতে শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০১
কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরে একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে।
Discussion about this post