মোঃ আসাদুজ্জামান আসাদ
বিশেষ প্রতিনিধি,ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও সদর ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত ও জেলার সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামের স্বাক্ষরিত ও অনুমোদিত এ কমিটির ঘোষণা করা হয়।
এতে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে আবদুল ওয়াফু তপুকে সভাপতি ও মাহবুব হোসেন রনি কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। সদর উপজেলা কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি প্রভাষক মাসুদ আলী, তোরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বপন ও মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক রাফিউল নেওয়াজ নাহিদ, আবদুল আওয়াল ও ফয়সাল আজিম স্মরণ এবং দপ্তর সম্পাদক আলভির আনজুম রুসাদ।
এছাড়াও ঠাকুরগাঁও পৌর শাখার নুর ইসলাম তালাশ কে সভাপতি ও মেহেদী হাসান রনি কে সাধারণ সম্পাদক করে এই শাখার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার অন্যান্য হলেন- সহ-সভাপতি হাসনাত রুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক প্রধান রুপন, নাফিউল ইসলাম রকি, প্রচার সম্পাদক আবদুল মজিদ রনি ও দপ্তর সম্পাদক অভিজিত রায়।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও জেলা শাখা’র সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম পৃথকভাবে জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করতে নতুন করে মেয়াদ উত্তীর্ণ সদর উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে এবং তা সম্প্রতি ঘোষণা করা হলো এই কমিটি। যারা নতুন কমিটির নেতৃত্বে এসেছেন, তাদের জন্য শুভ কামনা। আর যারা কমিটিতে এসেছেন, তারা অতি দ্রুততার সাথে পূর্ণাঙ্গ কমিটি করে সংগঠনের তৃণমূলের এই শাখা দুটোকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করে সাংগঠনিক কর্মকান্ডকে ত্বরান্বিত করবেন বলেও আশা প্রকাশ করেন এই দুই স্বেচ্ছাসেবক লীগের নেতা।
Discussion about this post