রাকিব হোসেন মিলন
সিনিয়র রিপোর্টার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের দু সদস্যকে আটক করেছে রামগতি থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইঞ্চিনচালিত নৌকাযোগে একদল ডাকাত লোকালয়ে প্রবেশ করছে বলে ঐ এলাকায় আতংক দেখা দেয়। বিভিন্ন মসজিদ থেকেও সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়।এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার আগেই প্রযুক্তির মাধ্যমে পাওয়া পূর্ব তথ্যের সুত্র ধরে ঘটনাস্থলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের চৌকস নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল- মো: শাহিন এবং সাহেদ। আটককৃত ব্যক্তিরা একাধিক ডাকাতির মামলার আসামি এবং কিছুদিন আগেও গ্রেফতার হয়ে জেল খেটে এসেছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন জানান জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তা দু ডাকাতকে আটক করা সম্ভব হলেও অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় তিনি জনগনকে আতংকিত না হয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন।
Discussion about this post