নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে এতিম ও দুস্থ ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ। বুধবার দুপুরে শহরের ক্বারি ওছিম উদ্দিন এবতেদায়ি মাদ্রাসা ও এতিমখানা মাঠে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া এই শীতবস্ত্র বিতরণ করেন। পরে কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ৩ দিনব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে এ যুবলীগ নেতা।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম জেনি, যুবলীগ নেতা সোহাগ পাটওয়ারী, গোফরান বাবু, সদর থানা ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ রাজু, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজুসহ অনেকে।
বায়েজিদ ভুইয়া বলেন, বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে নেতৃত্ব দেয়া এবং ষড়যন্ত্রকারী ও প্রতিবিপ্লবীদের প্রতিহত করে মানুষের সুখে-দুঃখে সহমর্মী হওয়া। এ লক্ষ্যে যুবলীগ এরই মধ্যে অনেক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে ‘মানবিক যুবলীগ’-এ পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা তৃণমূল নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য যে বিগত করোনা কালীন কঠিন দূর্যোগের সময় বায়েজিদ ভুঁইয়া বিভিন্ন মানবিক সহায়তা করে লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে ভুমিকা রেখেছেন।দলীয় ও ব্যক্তিগত ভাবে যে কোনো দান অনুদানের ব্যাপারে সব সময় মানুষের পাশে থাকার আশ্বাস দেন বায়েজিদ ভুঁইয়া।
Discussion about this post