রাকিব হোসেন মিলন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের একটি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাথে যুক্ত। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান,সাধারণ সম্পাদক আজম খসরু।বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ১৯৬৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন।এটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন।
রামগতি উপজেলা শ্রমিক লীগের সংগঠন সুত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয় শ্রমিক লীগের চর আলেকজান্ডার ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়।বর্তমানে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করে উপজেলা কমিটি।
২৬ সেপ্টেম্বর উপজেলা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন সাক্ষরিত দলীয় প্যাডে নতুন এ কমিটি অনুমোদন করেন। মো. সাহাবুদ্দিন সাবুকে আহবায়ক ও মো. নজরুল ইসলাম মানজুর কে সদস্য সচিব করে ১১ সদস্যর কমিটি অনুমোদন করা হয়।
উপজেলা সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: যোবায়ের হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাবেক ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন অনুমোদিত কমিটির আহবায়ক মো. সাহাবুদ্দিন সাবু ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম মানজুর তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা সকলের সাথে সমন্বয় করে সকলের সহযোগীতায় আগামী ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করে ইউনিয়ন সম্মেলন করবো।এ ক্ষেত্রে তারা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী ফরিদুন্নাহার লাইলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুমোদিত কমিটিকে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহো বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, কমর উদ্দিন পাড়া তরুন সংঘ সহো অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানায়।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran