রাকিব হোসেন মিলন
লক্ষ্মীপুরে বাড়ির রাস্তা বন্ধের প্রতিবাদ করায় উম্মে হালিমা ফাইসা (২০) নামে এক কলেজছাত্রীসহ ৪ নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শরাফ উদ্দিন চিশতির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কলেজছাত্রীর মা চরচামিতা অজিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রৌশন আরা বেগমসহ ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ,লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারির সহো বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেন।ন্যায্য বিচারের দাবিতে তারা এ সকল সরকারি দপ্তরে অভিযোগ দাখিল করেন।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত হালিমা লক্ষ্মীপুর পৌরসভার ব্যবসায়ী মফিজুল ইসলাম ও শিক্ষিকা রওশন আরা বেগমের মেয়ে। আহত অন্যরা হলেন হালিমার মা স্কুল শিক্ষিকা রৌশন আরা বেগম, স্থানীয় বাসিন্দা রেহানা বেগম ও রোশন বেগম।
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ি এলাকায় হাসান বানু সড়কে অর্ধশতাধিক পরিবার বসবাস করে। কয়েক বছর ধরে ওই সড়কটি সবাই ব্যবহার করে আসছেন। ২০১২ সালে লক্ষ্মীপুর পৌরসভা থেকে সড়কটি ইটের সলিং করে দেওয়া হয়। সম্প্রতি রাস্তার প্রবেশ মুখে আইনজীবী শরাফ উদ্দিন নিজেদের জমি দাবি করে একটি গেট নির্মাণের উদ্যোগ নেন। এতে সড়কের অন্যান্য বাসিন্দারা বাধা দেন। তখন আইনজীবীর লোকজন স্কুল শিক্ষিকা রৌশন আরাসহ কয়েকজনের ওপর হামলা করে।শিক্ষিকা রওশন আরা বেগমের গায়ের কাপড় টেনে ছিড়ে ফেলেন শরাফ উদ্দিন চিশতি।উত্তেজিত হয়ে উপস্থিত একাধিক নারীকে তিনি গায়ে ধরে ধাক্কা দেন।এমতাবস্থায় উপস্থিত ৩ জন নারীকে ড্রেনে পড়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগীরা গেইট নির্মানের ওই খুঁটিগুলো ভেঙে ফেলার উদ্যোগ নিলে আইনজীবী শরাফ উদ্দিন চিশতি ও তাঁর ভাই শাহেদ উপর্যুপরি হামলা চালায়।নিজ মায়েকে আইনজীবী কর্তৃক হামলা ও শ্লীলতাহানির কর্মকান্ডের ঘটনা শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে মেয়ে হালিমা আসা মাত্র ই টার্গেট করে উপস্থিত পুলিশ কর্মকর্তার সামনে কলেজ ছাত্রী কে গালে থাপ্পড় ও গলা টিপে ধরেন আইনজীবী ও তাঁর লোকজন।
স্কুলশিক্ষিকা রৌশন আরা বেগম বলেন, প্রায় ২৫ বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করছি। হঠাৎ আইনজীবী আবু তৈয়ব ও তার ছেলে শরাফ উদ্দিন চিশতি গেট নির্মাণের জন্য দুটি খুঁটি নির্মাণ করে। এতে বাধা দিলে শরাফ উদ্দিন লোকজন নিয়ে এসে আমার মেয়েকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে।পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের সামনেও শরাফ উদ্দিন আমার মেয়েকে থাপ্পড় মেরেছে।
এলাকার বাসিন্দা আহমেদ কাওছার বিন জামান বলেন, ২০ বছর আগে আমরা এখানে বাড়ি নির্মাণ করি। এখানে অর্ধশতাধিক পরিবার বসবাস করে। সবাই এ রাস্তাটি অনেক বছর ধরে ব্যবহার করে আসছেন। কয়েকবছর আগে রাস্তাটি পৌরসভা থেকে সলিং করে দেওয়া হয়। এখন নিজদের জমি দাবি করে আইনজীবী তৈয়ব ও তার ছেলে শরাফ উদ্দিন গেট নির্মাণ করে রাস্তাটি বন্ধের পাঁয়তারা করছেন।
আইনজীবী শরাফ উদ্দিন চিশতি বলেন, আমার বাড়ির দরজার গেটের খুঁটি তারা কাটার দিয়ে কাটছিল। এতে বাধা দেওয়ায় তারা আমার ওপর হামলা করে। আমি হালিমাকে মারধর করিনি। ঘটনা অন্যদিকে প্রভাবিত করতেই তারা হালিমাকে হাসপাতালে ভর্তি করে নাটক করছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, চিৎকার চেচামেচি শুনে ঘটনাস্থল গিয়ে উভয়পক্ষকে শান্ত করি। ঘটনাটি নিয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran