রাকিব হোসেন মিলন
দীর্ঘ সময় ধরে আটকে আছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।সদর উপজেলার বাঙ্গা খা, দক্ষিন হামছাদী,চর রুহিতা,লাহার কান্দি ও তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও।লক্ষ্মীপুর পৌরসভার সাথে সীমানা নির্ধারণ নিয়ে কয়েক বছর থেকে ইউনিয়ন ও পৌরসভা এ নিয়ে মামলা কেন্দ্রীক জটিলতা চলে আসছিলো।অবশেষে এই সংকটের জট কাটলো।
খবর নিয়ে জানা যায় দীর্ঘদিনের মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটতে যাচ্ছে এবার।সরেজমিনে গিয়ে আলাদা আলাদা ভাবে একান্ত সাক্ষাৎকার নিয়ে একাধিক ভোটারের কাছে জানা যায় তারা অপেক্ষা করছেন নির্বাচনের জন্য।কারন হিসেবে তারা পরিবর্তনের কথা জানান।একাধিক ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন প্রায় ১ যুগ ধরে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এলাকার চেয়ারম্যান ও মেম্বাররা নিজেদের কে জমিদার মনে করেন।তাদের অহংকার বেড়ে গিয়েছে বলেও তারা জানান।এলাকাবাসী বলেন তারা নাগরিক সেবা সঠিক ভাবে পাচ্ছেন না।
সামাজিক কোনো সমস্যার সমাধান নিয়ে ইউনিয়ন পরিষদে গেলেও কোনো প্রতিকার পান না।উল্টো হেনস্তার স্বীকার হন জনপ্রতিনিধিদের কাছ থেকে।৫ টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা ঘুরে জানা যায় সদর উপজেলার বাঙ্গা খা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল তাঁর ইউনিয়নের একাধিক লোকজনের কাছ থেকে জন্ম নিবন্ধন বাবদ টাকা নিয়েছেন। আনোয়ার হোসেন কাজল চেয়ারম্যান কে এ ব্যাপারে সরাসরি জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।অন্যদিকে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা ঘুরে জনগনের তীব্র ক্ষোভ ও হতাশা মূলক বক্তব্য পাওয়া যায়।লক্ষ্মীপুর জেলার প্রানকেন্দ্র সদর উপজেলা অথচ চেয়ারম্যান ওমর ইবনে হোছাইন ভুলু তেয়ারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে দৃশ্যমান উন্নতি হয় নি।গণমাধ্যম কর্মীরা এলাকা ঘুরে সরেজমিনে এখনো অধিকাংশ রাস্তা ঘাটের বেহাল দশার ভিডিও ও স্থির চিত্র সংগ্রহ করে।উন্নয়নের বেহাল দশা ও নানা ধরনের হয়রানি বৈষম্যের কারনে মানুষ ক্ষুব্দ হয়ে নেতৃত্ব পরিবর্তন করতে ভোট চাচ্ছে।
ওমর ইবনে হোছাইন ভুলু এর সাথে মুঠোফোন ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার বেহাল দশার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ভবিষ্যতে কাজ করার অঙ্গীকার করেন।সরকারি বরাদ্দের সংকটের কথা জানান তিনি।
সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু বলেন সরকারি বরাদ্দের সংকট রয়েছে। লক্ষ্মীপুর ৩ সংসদ সদস্য তাঁর নির্বাচনী আসনে সার্বিক তত্ত্বাবধান বাড়ালে এ সকল সংকট কেটে যাবে বলে সালাউদ্দিন টিপু মন্তব্য করেন।
(চলবে)
Discussion about this post