আরমান হোসেন
স্টাফ রিপোর্টার
তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আরও দুইদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর দেশের যে কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। তবে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগসহ টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মোনোয়ার হোসেন বলেন, ‘সারা দেশের বেশ কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুইদিন এটা অব্যাহত থাকবে। বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের রেকর্ড আছে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, ভ্যাপসা গরম থাকবে আরও দুই-তিন দিন। আগামী ১৮ তারিখ বা তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে।’
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগে সামান্য বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় কোনো বৃষ্টি হয়নি।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Discussion about this post