রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে রাস বিহারী স’মিলের ব্যবস্থাপক সাগর দাসকে (৩৫) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার জমিদারহাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাগর দাস উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ আইনে স’মিলের ব্যবস্থাপককে দণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী বলেন, রামগতি-লক্ষ্মীপুর মহাসড়কের ওপর স’মিলের গাছের গুঁড়ি বেআইনিভাবে রাখার অপরাধে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন-উপজেলা বন কর্মকর্তা মো. বাছেত ও রামগতি থানার পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran