গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালে পাবনার ঢালারচর এলাকার জেলে মৈজাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঘাট এলাকার জেলেরা জানান, বেশ কিছুদিন ধরেই পদ্মায় বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মৈজাল হালদার আজ সকালে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জাল ফেললে তাঁর জালে বোয়ালটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই বেশ খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দেলোয়ার মৎস্য আড়তে নিয়ে যান মৈজাল হালদার। সেখান থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে ৩৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মৈজাল হালদার জানান, শুক্রবার সকালে কয়েকজন মিলে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে জাল তোলার সময় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে টেনে নৌকায় তুলতেই দেখা যায় সেটি বড় আকারের একটি বোয়াল।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি দেলোয়ারের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। পরে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মা নদীতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।’
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran