নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
এখন থেকে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাক্কু। ১৭ মে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে থেকেই সাক্কু দল থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছিলেন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর বিএনপির কাছে অব্যাহতিপত্র জমা দেওয়ার কথা ছিল তাঁর। তবে তাঁর আগেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হলো।
তবে সাক্কুর দাবি, বৃহস্পতিবার বিকেলেই তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। বহিষ্কারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার বলার কিছু নাই। দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran