অনলাইন ডেস্ক
ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৭) সন্তান প্রসবের ঘটনায় ভারতের তামিলনাড়ুতে এক কিশোরকে (১২) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায়। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
থাঞ্জাভুর পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী অভিযুক্ত ওই কিশোর। ওই কিশোরী সম্প্রতি থাঞ্জাভুর জেলার সরকারি রাজাহ মিরাসুদার হাসপাতালে সন্তানের জন্ম দেয়। গত ১৬ এপ্রিল পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই কিশোরী। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই কিশোরীর সঙ্গে ১২ বছর বয়সী এক কিশোরের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
থাঞ্জাভুর থানার পুলিশ কর্মকর্তা রাবিমাতি বলেন, আমরা ডিএনএ পরীক্ষা করে ওই কিশোরের বয়স নিশ্চিত হয়েছি। গ্রেপ্তারকৃত ওই কিশোরকে কিশোর শোধনাগার কেন্দ্রে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran