লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক জ্যোষ্ঠ সাংবাদিক ইসমাইল হোসেন জবু’র (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব মাঠে জানাজা শেষে পারিবারিক কবস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এসময় আত্মীয়-স্বজন, সহকর্মী, প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
সদাহাস্যজ্বল এই সাংবাদিক স্থানীয় মানব কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় দৈনিক খবরের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ছিলেন।
Discussion about this post