লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাজার এলাকায় এ ব্যাপারে মানব বন্ধন করেন এলাকার অসহায় মানুষ।
লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মেঘনার তীর রক্ষা বাঁধের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাজার এলাকায় ‘নদী ভাঙনে অসহায় মানুষ’–এর ব্যানারে স্থানীয় লোকজন এ মানববন্ধন করেন।
এ সময় বর্ষার আগেই ‘রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে’র কাজ শুরু করে দুই উপজেলাকে ভাঙনের হাত থেকে রক্ষার দাবি জানানো হয়েছে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মাস্টার, সাজ্জাদুর রহমান, মোস্তাফিজ হাওলাদার, জাহাঙ্গীর তালুকদার, আবু সিদ্দিক, সিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সেনাবাহিনীর মাধ্যমে নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের দাবি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুই করছে না। শুষ্ক মৌসুমে নদী ভাঙন অব্যাহত ছিল। সামনে বর্ষা। নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন না হলে ভাঙনে কমলনগর দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের জুনে একনেকের সভায় ‘রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে’র জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৯ জানুয়ারিতে কমলনগরের সাহেবের হাট ইউনিয়নের মেঘনা নদী এলাকায় বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। কিন্তু উদ্বোধনের পর এখন ও কোন কাজ শুরুই হয় নি।
Discussion about this post