লক্ষ্মীপুর সদরে পানিতে ডুবে পাঁচ বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো শরীফ হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম হোসেন (৫)। নিহত দুই শিশু একই বাড়ির।
সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলা মধ্য চররমনী মোহন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সবাই।
নিহত দুই শিশুর পরিবার ও পুলিশ জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। হঠাৎ পরিবারের অগোচর হয়ে যায় দুই শিশু। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে লোকজন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। তবে হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
Discussion about this post