আব্দুর রহমান নাহিদ
লক্ষ্মীপুর জেলা
রক্তদান সম্পর্কে কিছু কথা সবার পড়ার অনুরোধঃ
প্রথমত একটা পজিটিভ দিক বলি আমাদের মতো ইয়ং যারা ১৭-৩০ বছর বয়সী তাদের অনেককেই রক্তদানের বিষয়ে উৎসাহ উদ্দীপনা দেখা যায় সত্যিই এটা প্রশংসার দাবিদার।
বর্তমান দ্রব্য মূল্যের বাজারে ১ ব্যাগ রক্ত ফ্রিতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যেখানে ৫০০ গ্রাম পানি কিনে খেতে হয় সেখানে বিনামূল্যে রক্তদান সত্যিই প্রশংসার দাবিদার। স্যালুট সকল রক্তদাতা ভাই/বোনকে ৷
এবার আসি অন্য প্রসংঙ্গে হসপিটালের পাশে থাকায় নিজের এবং অন্যদের রক্ত ম্যানেজ করে দেওয়ার ক্ষেএে একটা কিছু লক্ষ করলাম আমরা যারা ডোনেট আছি তাদের পাপ্য সম্মান দেয় না রোগীর স্বজনরা।
যেমন কোন কোন ডোনারের ঠিকানা অনেক দূরে তাদের সেখান থেকে গাড়ি ভাড়া দিয়ে আসতে হয়
এখন বলবেন ফ্রিতে রক্তদিতে এসে এত্তো চাহিদা কেন
আসলে প্রথমেই বললাম বেশিরভাগ ডোনাররা ১৭/৩০ বছর বয়সি যুবক । যারা বেকার ছাএ তাদের পক্ষে নিজের পকেটের টাকা দিয়ে এসে রক্তদেওয়া,ভালোমন্ধ খাওয়া সম্ভব না।
তাছাড়া অনেককেই দেখি যে ভালোভাবে আপ্যায়নও করেনা।
যার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই অনেক অভিযোগ আসে ডোনারদের পক্ষ থেকে আসলে আসারই কথা।
রক্ত দেওয়াটা খুব সহজ না আমার ব্যাপারটাই ধরুন বাবা মায়ের আদরের সন্তান রক্তদেওয়ার সময় প্রথম বাঁধা আসে পরিবার থেকে বলে বয়স হইছে তোর? সারাদিন পরিশ্রম করস এটা পূরন করতে পারবি?
খাওয়া দাওয়াতো ঠিকমতো করস না এসব বাঁধা পরিবার থেকে আসে। সব কিছু ম্যানেজ করে যখন ডোনাররা রক্ত দিতে এসে এরকম অবহেলার স্বীকার হতে হয় পরবর্তীতে তাদের ডাকলেও আসতে চাই না তাদের ভিতর থেকে আগ্রহ কমে যায়।
আসলে আমরা বাঙ্গালী এমন এক জাতী ফ্রিতে পেলে সে জিনিসের কদর দিতে জানি না এরকম পরিস্হিতি হলে একসময় রক্তদাতা সংকটে পড়বে। তাই সবাইর উদ্দেশ্যে বলছি রক্তদাতাকে তার পাপ্য সম্মানটুকু দিবেন
এবার আসি অন্য প্রসঙ্গে কিছু মানুষ বলবে রক্তদান করে ছবিদেওয়া লোক দেখানো। আমি যদি বলি লোকদেখানে থেকে অনুপ্রাণিত হয়ে যদি আমি ৬বার রক্ত দান করতে পারি এটাই লোক দেখানে কাজের স্বার্থকতা । আসলেই আমি ও এরকম ফেবুতে বন্ধু/বান্ধব বড় ভাইদের রক্তদান করতে দেখে অনুপ্রাণিত হয়েছি
আসুন আমরা সবাই রক্তদানে উৎসাহ হয়
নাহিদ পন্ডিত (O+) ডোনার, রক্তদানের সংখ্যা ৬
আপনারা যারা রক্তযোদ্বা প্লিজ কমেন্টস করুন আপনার রক্তের গ্রুপ । আপনার শরীরের এক ব্যাগ রক্তদান হোক অন্যজনের জীবন বাঁচানোর জন্য।
Discussion about this post