অনলাইন ডেস্ক
সংঘাতের মাধ্যমে কেউই লাভবান হতে পারে না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কলে তিনি এমন মন্তব্য করেন। চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভিডিও কলে বাইডেনকে সি বলেন, দুই রাষ্ট্রের সম্পর্ক দ্বন্দ্বের পর্যায়ে যেতে পারে না। দ্বন্দ্ব এবং সংঘর্ষের মাধ্যমে কেউই লাভবান হতে পারে না। ইউক্রেন সংকট এমন কিছু যা আমরা দেখতে চাই না।
সি বলেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে হবে। পাশাপাশি উভয় পক্ষকেই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে এবং বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে।
Post Views: 6
Discussion about this post