আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ‘মার্চ মাসে আবহাওয়ার স্বাভাবিক নিয়মে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এখন পশ্চিমা লঘুচাপের প্রভাবে তাপমাত্রা বেশি রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।’
আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামীকাল আরও সুস্পষ্ট হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি পরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আসানি’। আগামী ২০ মার্চের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আগামী সপ্তাহের মধ্যে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
তবে ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত হানবে তা এখনো স্পষ্ট নয়। গতকাল বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ প্রাথমিক অবস্থায় রয়েছে। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে আরও দুটো ধাপ পার হতে হবে। তারপর পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এটা বাংলাদেশে আঘাত হানতে পারে, তা এখনই বলার সময় আসেনি।’