লক্ষ্মীপুরে দুই জমজ কন্যার জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে সালিমা বিনতে রাকিব ও রামিসা বিনতে রাকিব নামে দুই জমজ কন্যা সন্তানের জন্ম দিবস পালিত হয়েছে। গত ১১ মার্চ তাদের তৃতীয় জন্ম দিবস পালিত হয়।ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপুর পোর শহরে পাবলিক স্কুল সংলগ্ন বাসায় তাদের জন্ম দিবস উদযাপিত হয়।দুই জমজ কন্যা সন্তানের পিতা মুহাম্মদ রাকিব হোসেন স্থানীয় একটি প্রাইভেট কলেজের ইংরেজির লেকচারার,জাতীয় দৈনিক পত্রিকা সমাজ সংবাদ এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, বাংলাদেশ জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী।মা সোহায়লা জেমিম ও পিতা মুহাম্মদ রাকিব হোসেনের স্বপ্ন তাদের দুই জমজ কন্যা প্রথমে কুরআনের হেফজ সম্পন্ন করে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির সেবা করবে।মানুষের মতো মানুষ হবে।
সন্তানের জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন জমজ সন্তানের পিতা মাতা।
Discussion about this post