স্টাফ রিপোর্টার :
০৮ই মার্চ রোজ মঙ্গলবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়নের বড়তুলাগাঁও গ্রামে বসত বাড়ির জমিজমা দখলের অভিযোগ পাওয়া গিয়েছে। মনোহর আলী মাষ্টার পিতা মৃত লুৎফে আলী ও এরশাদ প্রবাসী পিতা লুৎফে আলী এবং এরশাদের স্ত্রী হাওয়া বেগম এর মেয়ের জামাই সৈকত ও এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। মোট ৩০ থেকে ৩৫ জন এসে হত্যার উদ্দ্যেশ্যে হামলা চালায় দুপুর সাড়ে তিনটা। চাঁদপুর দায়রা জজ আদালতে ১৪৫ এ মামলা করলেও প্রতিপক্ষ মিথ্যা প্রতিবেদন দিয়ে আদালত থেকে মামলাটি খারিজ করে নেয়।বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের এবং সিলেটের বহিরাগত বিভিন্ন লোকজন ও সন্রাসী হামলা চালায়। জনাব মোখলেসুর রহমান সাহেবের সাথে কথা বললে তিনি জানান আমাকে হত্যার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা আক্রমণ চালায়।আমরা চরম ভাবে জুলুমের স্বীকার। আমরা এর ন্যায় বিচার চাই। এ সময় জনাব মোখলেসুর রহমানের পকেট থেকে একটি দামী এন্ড্রয়েড মোবাইল ও পকেটে নগদ কিছু টাকা লুট করে নিয়ে যায়। বুকে ও পিঠে জনাব মোখলেসুর রহমান সাহেবের প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। তিনি এখন বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। মোট বাড়ির জমিটি ১ একর ৭৫ শতাংশ জমির বন্টনের ২৬ খন্ডে বিভক্ত। সাংবাদিকরা গিয়ে সরেজমিনে দেখে এসেছে। বাড়ির ভিটিতে মনোহর আলী গং তার ২৬ শতাংশ, জুনাব আলী ২৫ শতাংশ, মোখলেছুর রহমান ২৭ শতাংশ। মনোহর আলী গং ২৬ শতাংশের জায়গায় অবৈধ ভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ৩৩ শতাংশ জায়গা দখল করে ভবন উঠাতে গেলে জনাব মোখলেসুর রহমান ন্যায্য ভাবে বাধার সৃষ্টি করেন।
Discussion about this post