আর এইচ মিলন।
লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মতিন জানান, রামগতি ছাড়া অন্য চার উপজেলার ফল এটি। ফলাফল প্রকাশের পর রামগতির কোনো শিক্ষক ও বা দায়িত্বরত কাউকে ফোন করে বা কলেজে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে জেলায় ফলাফল অনেক ভালো বলে তিনি দাবি করেন।
লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে তিন বিভাগে ২২৬ জিপিএ ৫ পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক মাহাবুবুল করিম। তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৬৫ জন পাস করেছেন। কলেজের পাসের হার ৯৮.৮১। ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বাংলাদেশ নিউজ ২৪ কে জানান, বিভাগের প্রতিটি কলেজে ফলাফল পাঠানো হয়। তবু ফলাফল পেতে একটু সময় লাগতে পারে। এবার জেলায় অনেক ভালো ফল হয়েছে। এটি ধরে রাখতে কলেজগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।
Post Views: 5
Discussion about this post