১. Prothesis অর্থ হলো?
ক. মধ্যস্বরাগম খ. আদি স্বরাগম
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
২. ‘মধ্যস্বরাগম’-এর অপর নাম কী?
ক. অসমীকরণ খ. বিষমীভবন
গ. বিপ্রকর্ষ ঘ. সমীভবন
৩. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
ক. অভিশ্রুতি খ. বিষমীভবন
গ. স্বরলোপ ঘ. অন্তর্হতি
৪. স্বরভক্তির অপর নাম কী?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
৫. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে কী বলা হয়?
ক. অপিনিহিতি
খ. অসমীকরণ
গ. স্বরসংগতি
ঘ. অন্ত্যস্বরাগম
৬. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম
গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি
৭. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
ক. পরাগত খ. সম্প্রকর্ষ
গ. স্বরসংগতি ঘ. অসমীকরণ
৮. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ খ. সমীকরণ
গ. অন্তঃস্বরলোপ ঘ. স্বরসংগতি
৯. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
ক. আদি স্বরসংগতি
খ.পরাগত স্বরসংগতি
গ. প্রগত স্বরসংগতি
ঘ. মধ্য স্বরসংগতি
১০. অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?
ক. সমীভবন খ. প্রগত স্বরসংগতি
গ. অভিশ্রুতি ঘ. পরাগত স্বরসংগতি
Discussion about this post