ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বিভাগের চার জেলায় ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। করোনায় মারা গেছে ১ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ও হার—সবই আগের ২৪ ঘণ্টার চেয়ে বেশি। গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৯১টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যু হয়েছিল ১ জনের।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত করোনার নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৬৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৭৫ জন রোগী শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ। নেত্রকোনায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯। জামালপুরে ৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫ জন, শনাক্তের হার ৯ দশমিক ৬১। শেরপুরে ১০৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩০ জন, শনাক্তের হার ২৭ দশমিক ৭৭।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪২ হাজার ৫৯২ জন। মারা গেছেন ৬২৭ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। আজ মঙ্গলবার মোট ৯২ জন রোগী ভর্তি আছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran