
নিজস্ব প্রতিবেদক
অবৈধ গ্যাস লাইনের সংযোগ যেনো এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এমন ঘটনা ঘটছে এখন অহরহ। একটি শক্তিশালী সিন্ডিকেট এই চক্রের সাথে জড়িত বলে জানা যায়।
সাংবাদিকদের একটি অনুসন্ধানী টিম এই চোরা চক্রের বিস্তারিত জানতে মাঠে নামে। বেড়িয়ে আসে থলের বিড়াল। বুধবার (২১ আগস্ট) সাংবাদিকদের অনুসন্ধানী একটি টিম গিয়ে সরেজমিনে এমন ঘটনার সত্যতা খুঁজে পায়।
সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর কেনেল পাড় এলাকায় ঘটে এমন ঘটনা। গিয়ে দেখা যায় জজ মিয়া নামক এক ব্যক্তির নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছিল। এমন সময় জনতা হাতে নাতে গ্যাস সংযোগের যন্ত্রপাতি রাইজার এর সেট সহ ধরা পড়ে। এই চক্র অবৈধভাবে বহুদিন ধরে এই কাজ চালিয়ে আসছে। এই এলাকায় জজ মিয়ার একটা বিশাল বাহিনী আছে যারা এই অবৈধ কাজের সহযোগিতা করে থাকে। এই অবৈধ গ্যাস সংযোগের কারণে যাদের বৈধ গ্যাস লাইন আছে তারা ঠিকমতো গ্যাস পান না। অবৈধ গ্যাস সংযোগের কারণে রাষ্ট্রের বিপুলসংখ্যক আর্থিক ক্ষতের সম্মুখীন হচ্ছে। এলাকাবাসীর দাবি অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশ ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে হবে।





Discussion about this post