
নিজস্ব প্রতিবেদক
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ আফজাল হোসাইনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ সকাল ১০ ঘটিকায় শাহবাগ যাদুঘরের সামনে ‘বৈষম্য বিরোধী ফার্মাসিউটিক্যালস সংস্কার আন্দোলনের’ ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে রেনাটার এরিয়ার ম্যানেজ জনাব শহীদ বলেন, আফজালকে যারা হত্যাচেষ্টার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে তাদেরকে অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে এবং আমরা এরকম হামলা নিয়ে চিন্তিত।
এরপর আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জহিরুল ইসলাম বলেন, আফজালকে দুর্বৃত্তরা হত্যাচেষ্টার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার যে ঘটনা আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অপরাধীদেরকে গ্রেফতার করা সহ তাদেরকে অতিদ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, আফজাল ভাইয়ের ঘটনাই প্রমাণ করে মানুষ আমাদেরকে ভালো চোখে দেখেনা, তারা আমাদেরকে দালাল নামে ডাকে, আর এর মূল কারণ হলো কোম্পানি কর্তৃক চাপিয়ে দেওয়া কালো কানুন তথা রোগীর ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তোলা। এই ছবি তোলার কারণেই মানুষ আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে। তারা ভাবে আমরা ডাক্তারদের দিয়ে দুই নাম্বার ঔষধ লিখাই, এবং আমরা দালালী করি। সমন্বয়ক জহির আরো বলেন, আমরা আজকে থেকে সারাদেশে প্রেস্ক্রিপশনের ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করছি। দেশের সকল ইনিস্টিউট ও টেরিটোরির MR দের প্রতি অনুরোধ থাকবে আপনারা আর রোগীর ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তুলবেন না। এর ফলে কোম্পানি যদি কারো চাকরি থেকে অব্যহতির হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এরপর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান বলেন, আজকের পর থেকে আমরা আর কোন পেস্ক্রিপশন ধরবোনা, কোন ইনস্টিটিউট, কোন হাসপাতাল বা কোন ক্লিনিকে আমরা আর কোন পেস্ক্রিপশন ধরবোনা। যদি প্রেস্ক্রিপশন ধরতে কোম্পানির ম্যানেজমেন্ট চাপ সৃষ্টি করে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। তারা যদি সরকারের কাছ থেকে পেস্ক্রিপশন ধরার বৈধতা দেখাতে পারে তখন আমরা আর কাউকে পেস্ক্রিপশন ধরতে বারণ করবোনা।
এ ছাড়াও হেলথকেয়ারে কর্মরত জনাব মাসুদ বলেন, আমরা ফ্যাসিবাদকে দেশ থেকে তাঁড়ালেও তাদের দোষররা এখনো দেশে সুপ্রতিষ্ঠিত। আর এই পুঁজিবাদীদের অনৈতিক কর্মকাণ্ড ও নির্দেশ পালন করতে গিয়ে আমরা জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছি। আমরা এই ফ্যাসিবাদের দোষর ও পুঁজিবাদীদের বলতে চাই, আমরা আপনাদের আর কোন অন্যায় আবদার শুনবো না। আমরা কাজের সুনির্দিষ্ট পরিবেশ চাই।
উক্ত মানববন্ধনে বেক্সিমকো, ইনসেপ্টা, একমি, ইবনে সিনা, পপুলার, রেনাটা, এসিআই ও অন্যান্য কোম্পানির বারডেমসহ বেশ কিছু মেডিকেলের এরিয়া ম্যানেজার ও এমআরগণ বক্তৃতা করেন। আরো বক্তব্য দেন, ‘ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের’ সেক্রেটারী শফিউর রহমান, উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ফার্মাসিউটিক্যালস সংস্করণ আন্দোলনের সলিমুল্লাহ মেডিকেলের সমন্বয়ক, শহিদুল ইসলাম, হািববুর রহমান, জয়নাল ও বারডেম সমন্বয়ক, এহসান, নুরুজ্জামান, সবুজ, ইয়াছিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা, পরবর্তী আন্দোলন সংগ্রামে সকলের উপস্থিতি কামনা করে মানববন্ধন সমাপ্তি করেন।





Discussion about this post