
বিনোদন ডেস্ক :-
সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) আরও একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য।এদিন সকালে সংবাদ সম্মেলন করে জোন ৯–এর ডিসিপি দীক্ষিত গেদাম দাবিকরেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে পুলিশের এ ঊর্ধ্বতনকর্মকর্তা জানান, শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনোনথিপত্র নেই।
জব্দ করা নথি থেকে বোঝা যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণাকরা হচ্ছে তিনি পাঁচ–ছয় মাস আগে ভারতে আসেন।
রোববার (১৯ জানুয়ারি ) সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তারকাছ থেকে কাস্তেজাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া যায়।এর আগে সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিওথেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস ক্যানোজিয়াকে আটক করা হয়।
বর্তমানে আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।উল্লেখ্য, ভারতের বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহতহন অভিনেতা সাইফ আলী খান।
বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিনমুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।






Discussion about this post