
রাকিব হোসেন মিলন
বিশিষ্ট সাংবাদিক মোঃ সোলাইমানের জন্মদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারি (বুধবার) ঢাকার রায়েরবাগ সংলগ্ন চায়নিজ রেস্টুরেন্ট পুতুল বাড়িতে এই অনুষ্ঠান উদযাপিত হয়। পেশাগত জীবনে জাতীয় দৈনিক জবাবদিহি-তে কর্মরত মোঃ সোলাইমান ঢাকা-৪ ও ঢাকা-৫ এলাকার সাংবাদিকদের সংগঠন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের পাতা-র চিফ রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন বলেন, “সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, এবং মোঃ সোলাইমান তার নিষ্ঠা ও দক্ষতা দিয়ে পেশাটিকে সম্মানিত করেছেন।”
অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোঃ সোলাইমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পেশাগত জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করেন। তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং পেশার প্রতি একাগ্রতা নিয়ে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মহিউদ্দিন আহমেদ (শাহীন) বলেন, “সাংবাদিক সোলাইমান কেবল একটি নাম নয়, তিনি আমাদের কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত।”
ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সবুজ, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন মোল্লা, সহকারী সাংগঠনিক সম্পাদক এন এস অর্ণব এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এই প্রাণবন্ত আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ বাবলু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাকিব হোসেন মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদুল ইসলাম রিয়াদ। অতিথি হিসেবে মোঃ আরমান, মোঃ মামুন, এবং নাইম ইসলামও অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করেন।
একটি সুন্দর, প্রাণবন্ত এবং স্মৃতিময় আয়োজনের মাধ্যমে মোঃ সোলাইমানের জন্মদিন উদযাপন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। এই আয়োজন শুধু একটি জন্মদিন উদযাপন নয়, এটি সাংবাদিকদের পারস্পরিক বন্ধন এবং শ্রদ্ধার উজ্জ্বল উদাহরণ।






Discussion about this post