
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলায় চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১২ আগস্ট) রাতে শহরের বাগবাড়ি এলাকার ঐতিহ্য কনভেনশন সেন্টার চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।
উদ্ভূত পরিস্থিতির আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাদের পরামর্শ গ্রহণ এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ নানা ক্ষেত্রে হামলা ও নৈরাজ্য বিষয়ে সৃষ্ট গুজব অপপ্রচার বন্ধ করে নিরাপত্তার আশ্বাস প্রদানের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমির রুহুল আমিন ভূঁইয়া’র সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মেদ, নায়েবে আমীর এ. আর. হাফিজ উল্যা, সেক্রেটারি ফারুক হোসাইন মুহাম্মদ নুর নবী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি মনির হোসেন, শহর শাখার সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, লক্ষ্মীপুর জেলার সাংবাদিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন সাংবাদিকসহ প্রমুখ।





Discussion about this post